যতদিন যাচ্ছে বাড়ছে সাইবার জালিয়াতির (Cyber Crime) ঘটনা। আজকাল সোশ্যাল মিডিয়ায় (Social) ফেক অ্যাকাউন্ট (Fake Account) বানানো এমন কিছু কঠিন নয়। আর জনপ্রিয় ব্যক্তিদের ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অ্যাকাউন্ট তৈরি করা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এ বার এমনই এক ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদে পা দিয়ে ৫০ লক্ষ টাকা খোয়ালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) এক ভক্ত। অভিযোগ, সিদ্ধার্থ মালহোত্রার একটি ফ্যানপেজের (Gan Page) দুই অ্যাডমিন দাবি করেন, অভিনেতার জীবনের ঝুঁকি রয়েছে। বিয়ে করার জন্য তাঁকে খুনের হুমকি দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এই মুহূর্তে সিদ্ধার্থের টাকার প্রয়োজন। প্রিয় তারকার বিপদ শুনে ৫০ লক্ষ টাকা দিয়ে দেন ওই অনুরাগী। পরে বুঝতে পারেন,বড়সড় জালিয়াতির শিকার হয়েছেন তিনি। এই বিষয়টি অভিনাতের কানে যেতেই, মুখ খুললেন তিনি। সামাজিক মাধ্য়ম ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্টের দ্বারা ভক্তদের সতর্ক করেছেন তিনি। সিদ্ধার্থ তাঁর পোস্টে লিখেছেন, “ কয়েকজন আমার নাম করে সোশ্যাল মিডিয়ায় জালিয়াতি চালিয়ে যাচ্ছেন, বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি। তাঁরা দাবি করছেন, আমি এবং আমার পরিবারের সঙ্গে তাঁরা যুক্ত। কিন্তু এটি একাবারেই মিথ্যা। আমি সকলকে বলতে চাই, আমি বা আমার পরিবারের কেউ এই ধরনের কাজকে সমর্থন করি না।” মানুষ যাতে এই ধরনের জালিয়াতির ফাঁদে না পড়েন, সেই আবেদন জানিয়ে অভিনেতা লিখেছেন, “এই ধরনের বিষয়ে থেকে সতর্ক থাকুন। কেউ যদি এই ধরনের কোনও অনুরোধ করে, তবে সেই বিষয়ে অবিলম্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগ জানান। আর সবশেষে বলব, ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন।”
সিদ্ধার্থ মালহোত্রার পোস্ট
View this post on Instagram