
মুম্বই, ২১ মে: সারা তেন্ডুলকরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi) ? বলিউডে কান পাতলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি শচিন-কন্যা (Sachin Tendulkar) সারার (Sara Tendulkar) সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। বেশ কিছুদিনের সম্পর্কের পর অবশেষে দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। সিদ্ধান্ত এবং সারা, দুজনেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সিদ্ধান্ত এবং সারার পরিবারের সাক্ষাৎ হলে, তাঁদের সম্পর্ক ভেঙে যায় বলে খবর।
দুই পরিবারের সাক্ষাতের পর সিদ্ধান্ত চতুর্বেদীই এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চাননি বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয়। তবে সিদ্ধান্ত বা সারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। ফলে বিচ্ছেদের কারণ আদতে কী, সে বিষয়ে ধোঁয়াশাই রয়ে গিয়েছে।
দেখুন সিদ্ধান্ত চতুরেবদীর পোস্ট...
View this post on Instagram
দেখুন সারা তেন্ডুলকরের ইনস্টাগ্রাম পোস্ট..
View this post on Instagram
সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সারা শুভমন গিলকে ডেট করছিলেন বলে শোনা যায়। তবে শুভমন গিলের সঙ্গেও সারা তেন্ডুলকরের বিচ্ছেদ হয়ে যায়। শুভমনের সঙ্গে বিচ্ছেদের পরই গেহরায়িয়া অভিনেতা সিদ্ধান্তের সঙ্গে সারার সম্পর্কের কথা শোনা যায়। তবে সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হল না বলেই মনে করছে বি টাউন।
এদিকে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে একসময় সম্পর্কে জ়ড়ান সিদ্ধান্ত চতুর্বেদী। নভ্যার সঙ্গে সিদ্ধান্তকে বেশ কয়েকবার ক্যামেরাবন্দি করেন পাপারাৎজ়ি। তবে সিদ্ধান্ত এবং নভ্যার সম্পর্কও টেকেনি বেশিদিন।
প্রসঙ্গত রণবীর সিং এবং আলিয়া ভাটের সঙ্গে গলি বয় দিয়ে বলিউডে পা রাখেন সিদ্ধান্ত চতুর্বেদী। এরপর গেহরায়িয়া, যুধরাতেও অভিনয় করেন সিদ্ধান্ত। বর্তমানে বলিউডে নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত এই অভিনেতা।