Shweta Tiwari: কালো ব্লেজার ও শ্যুটে নেটিজেনদের মুগ্ধ করেলন শ্বেতা
Shweta Tiwari (Photo Credit Instagram)

নয়াদিল্লি: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)। সম্প্রতি শ্বেতা তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সাদা  টপের সঙ্গে ব্লেজার, শ্যুট সঙ্গে খোলা চুল। এই পোশাকে তাঁর লুক খুব প্রফেশনাল লাগছে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়েছে। শ্বেতার ভক্ত ও অনুরাগীরা ছবিটির কমেন্ট বক্সে লাল হার্টের ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। শ্বেতা ছবিটির ক্যাপশনে লাল লিখেছে, ‘In the world of grey.. dare to be Black and white….’ অর্থাৎ ‘ধূসর জগতে .. কালো এবং সাদা হওয়ার সাহস...’

 

View this post on Instagram

 

A post shared by Shweta Tiwari (@shweta.tiwari)

দুই সন্তানের মা শ্বেতা। শ্বেতার বয়স এখন ৪২, কিন্তু কে বলবে তাঁর ২২ বছরের মেয়ে আছে? অভিনেত্রীর গ্ল্যামারে এক ফোঁটাও ভাটা পড়েনি। বরং নতুন করে যেন যৌবনের জোয়ার এসেছে। এখন হিন্দি টেলিভিশনের পাশাপাশি আঞ্চলিক সিনেমায় অভিনয় করেন শ্বেতা।