নয়াদিল্লি: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) । বয়স বিয়াল্লিশ। দুই সন্তানের মা শ্বেতা। শ্বেতার বয়স এখন ৪২, কিন্তু কে বলবে তাঁর ২২ বছরের মেয়ে আছে? অভিনেত্রীর গ্ল্যামারে এক ফোঁটাও ভাটা পড়েনি। বরং নতুন করে যেন যৌবনের জোয়ার এসেছে। এখন হিন্দি টেলিভিশনের পাশাপাশি আঞ্চলিক সিনেমায় অভিনয় করেন শ্বেতা। শ্বেতা সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে কৌতুকপূর্ণ চোখে শ্বেতাকে চমত্কার দেখাচ্ছে। তিনি নীল রঙের মিনি স্কার্টের সঙ্গে কমলা রঙের ফুলের প্রিন্টের ক্রপ টপ পরেছেন। সব মিলিয়ে তাঁকে দারুণ সুন্দর দেখাচ্ছে।
দেখুন ছবি
View this post on Instagram