
মুম্বই, ২৪ মেঃ হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। লিভারে ধরা পড়েছে বড়সড় টিউমার। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন, জানিয়েছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম (Shoaib Ibrahim)। তবে প্রায় ১০ দিন হতে চলল এখনও অস্ত্রোপচার হল না দীপিকার। ক্রমেই তা পিছিয়ে যাচ্ছে। নায়িকার শারীরিক অবস্থা নিয়ে এবার দুশ্চিন্তা শুরু হয়েছে অনুরাগীদের। কেমন আছেন দীপিকা কক্কর? কবে হবে তাঁর অস্ত্রোপচার? নানা প্রশ্ন দানা বাঁধছে ভক্তকুলের মনে। উদ্বিগ্ন ভক্তদের কৌতূহল মিটিয়ে অভিনেত্রীর স্বামী শোয়েব স্ত্রীয়ের স্বাস্থ্যের আপডেট দিলেন।
শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা জানান, জ্বরের কারণে দীপিকার অস্ত্রোপচার পিছিয়ে গিয়েছে। তবে জ্বর এখন নিয়ন্ত্রণে। হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছেন দীপিকা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই তাঁর অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। দীপিকার জন্যে যেন সবাই প্রার্থনা করেন সেই অনুরোধও করেছেন শোয়েব। অসুস্থ স্ত্রীর স্বাস্থ্যের খবর জানানোর পাশাপাশি পরিবারে নতুন সদস্য আগমনের খুশিও ভাগ করে নিয়েছেন শোয়েব।

জানিয়েছেন, তাঁর বোন সাবা ইব্রাহিম একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। পরিবারের জন্যে দারুণ আনন্দের মুহূর্ত এটি। নবজাতক শিশু এবং সদ্য মা হওয়া বোন সাবাকে আশীর্বাদ করার জন্যে অনুরোধ করেছেন অভিনেতা।