Shilpa Shetty, Raj Kundra Meets Premanandji Maharaj (Photo Credit: Instagram)

দিল্লি, ১৪ অগাস্ট: প্রেমানন্দজি মহারাজের (Premanand Maharaj) সঙ্গে সাক্ষাৎ করলেন শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন শিল্পা-রাজ। আর সেখানেই প্রেমানন্দজি মহারাজ বলেন, ' রাধা নাম জপ করো'। দিনে ১০ হাজারবার নাম জপ করো গুনে গুনে। তাতেই সব মুক্তি মিলবে। বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের সঙ্গে দেখা করে শিল্পা (Shilpa Shetty) জানতে চান, তাঁদের কী করা উচিত। বাবাজিই তাঁদের বলে দিন, কী করা উচিত। এমন কথাও শোনা যায় অভিনেত্রীর মুখে।

দেখুন কী কথা হল শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার সঙ্গে প্রেমানন্দজি মহারাজের...

 

 

View this post on Instagram

 

অন্যদিকে রাজ কুন্দ্রা ( Raj Kundra) জানান, তিনি গত ২ বছর ধরে প্রেমানন্দজি মহারাজকে অনুসরণ করছেন। তাঁর মনে যা প্রশ্ন আসে, পরদিন তিনি ইনস্টাগ্রাম থেকে বাবাজির কাছ থেকে সেই উত্তর পেয়ে যান। তাই তাঁরা বৃন্দাবনে এসেছেন।

বর্তমান সমাজের বহু মানুষ বিশেষ করে যুব সম্প্রদায় প্রেমানন্দজি মহারাজের কথা শুনে চলছে। তাই তাঁরাও এসেছেন মহারাজের বাণী শুনতে। তাঁর পথ নির্দেশ অনুযায়ী জীবনে চলতে। এমন কথাও শোনা যায় রাজ কুন্দ্রার মুখে।

শুধু তাই নয়, প্রেমানন্দজি মহারাজের শরীর সম্পর্কে তিনি অবগত। তাই মহারাজ যদি চান তাহলে তিনি নিজের একটি কিডনি তাঁকে দিতে পারেন বলে প্রশাতব দেন রাজ কুন্দ্রা।

রাজ কুন্দ্রার কথা শুনে তাঁকে ধন্যবাদ জানান প্রেমানন্দ মহারাজ। কিন্তু রাজ কুন্দ্রার প্রস্তাব অত্যন্ত সাবলীলভাবে ফিরিয়ে দেন প্রেমানন্দজি। তবে রাজ যেভাবে তাঁকে প্রস্তাব দিয়েছেন, তাতে তিনি প্রাণভরে তাঁকে ধন্যবাদ জানান বলেও প্রেমানন্দজিকে বলতে শোনা যায়।

প্রসঙ্গত এর আগে বিরাট কোহলি, অনুষ্কা শর্মাকে দেখা যায় প্রেমানন্দজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে। বৃন্দাবনে গিয়ে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।

মিকা সিং, আরএসএস প্রধান মোহন ভাগবতের মত অনেক মানুষকেই দেখা যায় প্রেমানন্দজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে, তাঁর কথা শুনতে। এবার সেই তালিকায় যুক্ত হল শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার নাম।