Shefali Jariwala (Photo Credits: Instagram)

মুম্বই, ২৯ জুনঃ মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত তাঁর গোটা পরিবার, বন্ধুবান্ধব, ইন্ডাস্ট্রির লোকজন। শুক্রবার রাতে মুম্বইয়ের অন্ধেরি এলাকায় নিজের আবাসনেই মারা গিয়েছেন তিনি। হৃদরোগে অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে শুরুতে খবর ছড়ায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে শেফালির মৃতদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠায় মুম্বই পুলিশ (Mumbai Police)। ময়নাতদন্ত সম্পন্ন হলেও পুলিশ সেই রিপোর্টের বিস্তারিত প্রকাশ করেনি। কারণ কিছু রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে সন্দেহভাজন কিছু মেলেনি বলেই জানা গিয়েছে।

 অ্যান্টি-এজিং চিকিৎসার জন্যে শেফালির মৃত্যু!

শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে যখন শোরগোল ভক্তমহলে তখন সামনে এসেছে বেশ কিছু তথ্য। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট (বার্ধক্য বিরোধী চিকিৎসা) নিচ্ছিলেন অভিনেত্রী। নিয়মিত বার্ধক্য বিরোধী ইনজেকশন নিতেন তিনি। মারা যাওয়ার দিনও শেফালি সেই ইনজেকশন নেন। সেদিন বাড়িতে একটি ধর্মীয় আচারের অংশ হিসাবে উপবাস করছিলেন অভিনেত্রী। উপবাসের মধ্যেও তিনি তাঁর মাসিক বার্ধক্য বিরোধী ইনজেকশন নিয়েছিলেন। যার ফলে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac Arrest) হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেননি অভিনেত্রী। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, শুক্রবার ২৭ জুন রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালির স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। তাঁর শরীর কাঁপতে থাকে। এরপরেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। তাঁদের সঙ্গে আরও ৩ জন ছিলেন। কিন্তু চিকিৎসকেরা জানান, মৃত অবস্থাতেই আনা হয়েছে শেফালিকে।

অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর বাড়িতে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিভিন্ন ধরণের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে। যার মধ্যে রয়েছে অ্যান্টি-এজিংয়ের ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্ট-সহ আরও অনেক কিছু। ওষুধগুলো পরীক্ষাগার পাঠানো হয়েছে।