মুম্বই, ২৮ জুনঃ মৃত্যু সত্যিই ভীষণ অনিশ্চিত। কার জীবনে কখন মৃত্যু এসে কড়া নাড়তে চলেছে তা মারা যাওয়ার এক মুহূর্ত আগেও সেই মানুষটা উপলব্ধি করতে পারে না। অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুটাও (Shefali Jariwala Death) খানিক তেমনই। গোটা বলিউডকে হতবাক করে মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন প্রাণবন্ত তারকা। ২০০২ সালে ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ (Kaanta Laga) মিউজিক ভিডিও দিয়ে ঝড় তুলেছিলেন শেফালি। আর সেই থেকেই ভক্তমহলে তিনি 'কাঁটা লাগা গার্ল' নামে পরিচিত। মারা যাওয়ার দুদিন আগেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন শেফালি। নিয়মিত শরীরচর্চার মধ্যে দিয়েই যেতেন ছিপছিপে অভিনেত্রী। কিন্তু তার পরেও হঠাৎই থমকে গেল শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) হৃদস্পন্দন।
প্রয়াত শেফালি জারিওয়ালা
শুক্রবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কাঁটা লাগা গার্ল শেফালি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী পরাগ ত্যাগি। তাঁদের সঙ্গে আরও তিনজন ছিলেন। কিন্তু দ্রুত হাসপাতালে পৌঁছেও কোন লাভ হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মুম্বইয়ের অন্ধেরি পশ্চিমের বেলভিউ মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয় শেফালিকে। হাসপাতাল সূত্রে খবর, মৃত অবস্থাতেই অভিনেত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। শেফালির দেহ ময়নাতদন্তের জন্যে কুপার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও শোনা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
হাসপাতাল থেকে বের হচ্ছেন শেফালির স্বামী পরাগঃ
View this post on Instagram
শুক্রবার গভীর রাতে হাসপাতালের বাইরে দেখা গিয়েছে শেফালির স্বামী পরাগকে। গাড়ি করে বেরিয়ে আসছেন তিনি। হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন। হাসপাতালে আসেন অভিনেত্রীর মাও। মেয়ের মৃত্যু সংবাদে মুছড়ে পড়েছেন মা।
কান্নায় ভেঙে পড়েছেন শেফালির মাঃ
View this post on Instagram
অভিনেত্রীর এমন আকস্মিক মৃত্যু সংবাদ বিশ্বাসই করতে পারছেন না তাঁর সহ-কর্মীরা। গায়ক মিকা সিং লিখেছেন, 'আমি গভীরভাবে মর্মাহত, শোকাহত। আমার হৃদয় ভারাক্রান্ত। আমাদের প্রিয় তারকা এবং আমার সবচেয়ে প্রিয় বন্ধু শেফালি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এখনও বিশ্বাস করতে পারছি না'।
বিগ বস ১৩-এ শেফালির সহ-প্রতিযোগী পারস ছাবড়া লেখেন, 'কার জীবন কতটা লেখা তা কেউ জানে না'।
অভিনেতা আলি গোনি লিখেছেন, 'শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে আমি হতবাক এবং দুঃখিত। জীবন এতটাই অপ্রত্যাশিত'।