Sharda Sinha Health Update (Photo Credits: ANI)

Sharda Sinha Health Update: জীবিত রয়েছেন, মায়ের মৃত্যু সংবাদ উড়িয়ে জনপ্রিয় লোকসঙ্গীত গায়িকা সারদা সিনহার (Sharda Sinha) স্বাস্থ্যের আপডট দিলেন ছেলে অংশুমান সিনহা। সোমবার থেকে বর্ষীয়ান সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে সেই সংবাদ যে ভুয়ো তা স্পষ্ট করে দিলেন ছেলে। ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে সারদা দেবীকে।

গত ২৭ অক্টোবর, শনিবার আশঙ্কাজনক অবস্থায় দিল্লি এমসে (Delhi AIIMS) ভর্তি করা হয় জনপ্রিয় লোকসঙ্গীত গায়িকা সারদা সিনহাকে (Sharda Sinha)। ৭২ বছরের সঙ্গীত শিল্পী ক্যানসারে আক্রান্ত। ২০১৭ সালে মাল্টিপল মায়লোমা-তে (অস্থি মজ্জার ক্যানসার) আক্রান্ত হন তিনি। সেই থেকেই চিকিৎসা চলছে পদ্মভূষণ প্রাপ্ত গায়িকার।

মায়ের মৃত্যুর গুজব ছড়ানোকে ঘিরে অত্যন্ত বিরক্ত ছেলে অংশুমান। ফেসবুক লাইভের মধ্যে দিয়ে তিনি জানান, ভুল খবর ছড়ানো কিছু মানুষের অভ্যাস। তাঁরা এটিকে উপভোগ করেন। তাঁরা হয়তো এমন কিছু চান তাই ধরণের ছড়িয়েছেন।

অংশুমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে প্রবীণ গায়িকার স্বাস্থ্যের খবর নিয়েছেন। এমসের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তবে সংক্রমণের ভয়ে চিকিৎসকেরা এই মুহূর্তে সারদাদেবীর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না।