Siddhanth Kapoor: অভিনেতা সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতারির পর রক্ত পরীক্ষা, মিলেছে মাদকের নমুনা, জানাল পুলিশ
Siddhanth Kapoor (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু, ১৩ জুন:  শক্তি কাপুরের (Shakti Kapoor) ছেলে সিদ্ধান্ত কাপুর রেভ পার্টিতে গিয়ে  মাদক সেবন করেছেন। সেই প্রমাণ পাওয়ার পরই সিদ্ধান্ত কাপুর-সহ আরও ৪ জনকে রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর পুলিশ আধিকারিক ভীমশঙ্কর গ্লুড এমনই জানান। বেঙ্গালুুরু (Bengaluru) শহরের একটি হোটেলে রেভ পার্টি চলছিল। সেখানেই হাজির হন সিদ্ধান্ত কাপুর। গোপণ সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে সেখান থেকেই শ্রদ্ধা কাপুরের দাদাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর এম জি রোডের একটি বিলাসবহুল হোটেলে রবিবার রাতে রেভ পার্টি চলছিল। গোপণ সূত্রে খবর পেয়ে রবিবার মাঝ রাতে সেখানেই হানা দেয় পুলিশ। শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর (Siddhanth Kapoor) ওই হোটেলে মাদকাসক্ত ছিলেন বলে জানা যায়। রক্ত পরীক্ষার রিপোর্টেও সিদ্ধান্তের শরীরে মিলেছে মাদকের নমুনা।  পুলিশ সূত্রে মিলছে এমন খবর।

আরও পড়ুন:  TMC: ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচনে প্রচার করবেন ২৭ তারকা প্রার্থী, জানাল তৃণমূল

সিধান্ত কাপুরের গ্রেফতারির পর তাঁকে জেল হেফাজতে পাঠানে হয় বলে খবর। বছর ৩৭-এর সিদ্ধান্ত কাপুর, শ্যুটআউট অ্যাট ওয়াডালা, আগলি, ঢোল-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।