ঢাকা, ৪ অগাস্ট: বুবলির (Bubly) সঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব খান (Shakib Khan)। আমেরিকায় (USA) বুবলি এবং ছেলের সঙ্গে শাকিব খানের সময় কাটছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন বংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বুবলি। যা দেখে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং অভিনেত্রী বুবলির অনুরাগীরা আপ্লুত। বুবলি এবং শাকিব খানের এই ছবি বহু মানুষের মন কেড়ে নেয়। এমনকী এই পরিবার যাতে না ভাঙে, সে বিষয়েও প্রার্থনা করেন অনেকে।
শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে বুবলি লেখেন, 'আমেরিকার জীবন' বলে ক্যাপশন এঁটে পোস্ট করেন বুবলি। শাকিব খান যখন বুবলির সঙ্গে সময় কাটাচ্ছেন, তাহলে অপু বিশ্বাস (Apu Biswas) আপাতত একাই হয়ে গেলেন বলে মনে করছেন করছেন। ছেলেকে নিয়ে অপু একাই সময় কাটাচ্ছেন বলে তাঁর অসংখ্য অনুরাগীরা ধরে নিয়েছেন।
প্রসঙ্গত বাংলাদেশের প্রথম সারির নায়ক শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস এবং বুবলির সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। অপু বিশ্বাসের পর বুবলিকে বিয়ে করেন শাকিব খান। তবে শাকিব, বুবলির মাঝেও সম্পর্কের দোটানা শুরু হয়। যা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে কম জল্পনা হয়নি। এবার সেই সমস্ত জল্পনার জাল কাটিয়ে অবশেষে বুবলির সঙ্গে শাকিব খানের আবার মিলেমিশে গেলেন কি বলে প্রশ্ন তুলছেন অনেকে।
দেখুন বুবলির পোস্ট করা সেই ছবি...
প্রসঙ্গত অভিনেত্রী পূজা চেরির সঙ্গেও শাকিব খান এক সময় সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যা নিয়েও বহু জল্পনা হয়। তবে শেষ পর্যন্ত শাকিব খান বুবলির কাছেই ফিরে গেলেন বলে মনে করছেন অনেকে।