মুম্বই, ৩১ অক্টোবর: আর কয়েকদিনের মধ্যে ৬০-এ পড়বেন শাহরুখ খান। ৬০ বছরের জন্মদিনের আগে ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর মজার ছলে দিতে হাজির হন এসআরকে (SRK)। যেখানে শাহরুখকে (Shah Rukh Khan) সবচেয়ে বেশি প্রশ্ন করাহয় তাঁর বাড়ি মন্নত (Mannat) নিয়ে। সুপারস্টারের এক ভক্ত তাঁকে বলেই ফেলেন, এসআরকে-র জন্মদিনের জন্য তিনি মুম্বইতে পৌঁছে গিয়েছেন তবে কোনও বাড়ি ভাড়া পাচ্ছেন না। মন্নতে একটা ঘর হবে নাকি বলে এসআরকে অনুরাগী প্রশ্ন করেন শাহরুখ খানকে।
যার উত্তর শাহরুখ মজার ছলে দেন। তিনি ব
দেখুন ভক্তের প্রশ্নের মজার উত্তরে শাহরুখ খান কী জানান...
Mannat mein toh mere paas bhi room nahi hai aaj kal….Bhaade pe reh raha hoon!!! https://t.co/WgU3pUepGt
— Shah Rukh Khan (@iamsrk) October 30, 2025
মন্নতে কাজ চলছে। ফলে শাহরুখ খান এবং তাঁর পরিবার নিজেদের বাড়ি ছেড়ে পূজা কাসায় থাকছেন। পূজা কাসা ভাড়া নিয়ে সেখানেই এসআরকে-র পরিবার থাকছে। আগামী ২ বছর মন্নত নয়, পূজা কাসাতেই এসআরকে পরিবার থাকবে বলে জানা যাচ্ছে।