মুম্বই, ২৯ জুলাই: সারার (Sara Ali Khan) জীবনে নতুন মানুষ এসেছেন। কার্তিক আরিয়ান, বীর পাহাড়িয়াদের পিছনে ফেলে এবার অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে ডেট করছেন সারা আলি খান। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা গেলেও, প্রকাশ্যে তাঁদের সেভাবে দেখা যায়নি। তবে এবার মুম্বইয়ের একটি গুরুদ্বারায় দেখা মিলল সারা আলি খানের। সঙ্গে অর্জুন প্রতাপ বাজওয়া (Arjun Pratap Bajwa)। অর্জুনের সঙ্গে গুরুদ্বার থেকে একসঙ্গে বেরোতে দেখা যায় সারা আলি খানকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাপারাৎজ়ির ক্যামেরায় ধরা পড়লেও, সারার মাথায় ছিল সাদা রঙের ওড়না। ফ্ল্যাশের দিকে তাঁকে তাকাতে দেখা যায়নি।
কে এই অর্জুন প্রতাপ বাজওয়া?
বিজেপির পাঞ্জাবের সহসভাপতি ফতেহ জং সিং বাজওয়ার ছেলে এই অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি নিজে একজন মডেল, অভিনেতা, গায়ক হিসেবেও পরিচিত। তবে বলিউডে বেশ লো প্রোফাইলে থাকেন অর্জুন প্রতাপ বাজওয়া। ফলে বিলাসবহুল পার্টিতে দেখা যায় না অর্জুন প্রতাপ বাজওয়াকে। এক প্রকার লো প্রোফাইলে থাকেন অর্জুন প্রতাপ বাজওয়া।
২০১৫ সালে সিং ইস ব্লিং এ সহকারি পরিচালকের কাজ করে বলিউডে পা রাখেন অর্জুন প্রচাপ বাজওয়া। পরিচালকের পাশাপাশি বিভিন্ন নামি ব্র্যান্ডের জিঙ্গল তৈরি করতেও দেখা যায় অর্জুন প্রতাপ বাজওয়াকে। এসবের পাশপাশি ফিটনেসেও সমান নজর অর্জুন প্রতাপের। মালাইকা অরোরা থেকে ভূমি পেডনেকরের মত তারকারা অনুসরণ করেন অর্জুনকে।