Credit: Instagram

বলিউডের সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ভারতীয় সাজ হোক বা আধুনিক সাজ, সব ধরনের সাজেই অসাধারণ দেখতে লাগে অভিনেত্রী সানিয়াকে। সম্প্রতি, দঙ্গল গার্ল তার সেক্সি লুকের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে তিনি রয়েছেন সমুদ্র সৈকতে। কালো ব্র্যালেটের সঙ্গে জ্যাকেট স্টাইলে কালো শার্ট পরে রোদের সোনালী আভায় সেক্সি পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে। এই ছবি খুব ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। সানিয়া মালহোত্রার ভক্তরা তার এই সমুদ্র সৈকতের ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছে।

স্বর্ণপদক বিজয়ী কুস্তিগীর ববিতা কুমারী ফোগাটের জীবনের কাহিনী নিয়ে নির্মিত দঙ্গল সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন সানিয়া মালহোত্রা। ২০১৮ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে বাধাই হো সিনেমাতে একটি প্রধান ভূমিকায় দেখতে পাওয়া যায় তাকে। এছাড়া ২০২০ সালে সানিয়া মালহোত্রা শকুন্তলা দেবী এবং লুডোর মতো সিনেমায় অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। এছাড়াও একাধিক সিনেমায় নিজের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন সানিয়া মালহোত্রা।