Sanjay Dutt With Wife (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ জুলাই: মান্যতা দত্তের জন্মদিনে এক অদ্ভুদ পোস্ট করলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। যেখানে স্ত্রীকে 'মা' বলে সম্মোধন করলেন তিনি। স্ত্রী মান্যতাকে মা বলে সম্মোধন করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বলিউড অভিনেতা। স্ত্রীকে (Maanayata Dutt) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় দত্ত লেখেন, তাঁর জীবনের শক্তি, সুস্থিতি, ভালবাসা, সমর্থন, শান্তির প্রতীক মান্যতা। তাঁর জীবন গঠন করেছেন মান্যতা অর্থাৎ তাঁর মা। এভাবেই স্ত্রী মান্যতা দত্তকে জন্মদিনের শুভেচ্ছা জানান সঞ্জয় দত্ত।

দেখুন স্ত্রীর জন্মদিনে কী লিখলেন সঞ্জয় দত্ত...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষাণ জানান, তিনি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীর পায়ে ছুঁয়ে প্রণাম করেন। তিনি বলেন, প্রতি রাতে স্ত্রী প্রীতির পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। স্ত্রী অবশ্য প্রতি রাতেই তাঁকে বাধা দেন। তবে তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন। প্রীতি যখনই ঘুমিয়ে পড়েন, তখন তিনি তাঁর পা ছুঁণয়ে প্রণাম করেন বলে জানান বিজেপি সাংসদ।

রবি কিষাণের কথায়, তাঁর খারাপ সময়ে সব সময় সঙ্গে ছিলেন প্রীতি। তাঁর হাত কখনও ছাড়েননি। তাঁকে শক্তি এবং সাহস জুগিয়েছেন। তাই স্ত্রীকে ছাড়া আর কাকে প্রণাম করবেন বলে আবেগতাড়িত হয়ে মন্তব্য করতে শোনা যায় রবি কিষাণকে।