Samantha Ruth Prabhu and Raj Nidimoru (Photo Credits: X)

নেটপাড়ায় গত কয়েকদিন ধরেই দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) প্রেমের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, 'ফ্যামিলি ম্যান' খ্যাত পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) প্রেমে পড়েছেন নায়িকা। শুধু তাই নয়, দুজনে একত্রবাস করার পরিকল্পনা করছেন। একসঙ্গে থাকার জন্যে বাড়ি খুঁজছেন তাঁরা। এ যদিও এই সম্পর্ক নিয়ে সামান্থা বা রাজ, কেউই এখনও কোনও মন্তব্য করেননি।

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। সংসার ভাঙার পর মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কানাঘুষা শোনা যায়, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার ঘনিষ্ঠতাই নাকি দুজনের বিচ্ছেদের কারণ। গত বছরের শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাগা এবং শোভিতা। প্রাক্তন স্বামী নতুন সংসার পাতলেও এই মুহূর্তে বিয়ে করতে চান না সামান্থা। তাই রাজের সঙ্গে সম্পর্কে এসেই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন না অভিনেত্রী। চর্চিত যুগল আগে একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। তারপর বিয়ে। একসঙ্গে থাকার জন্যে বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তাঁরা।

একসঙ্গে থাকবেন রাজ এবং সামান্থাঃ

রাজ নিদিমোরুরও আগে বিবাহ হয়েছিল। বাঙালি কন্যা শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন রাজ। ২০২২ সালে রাজ ও শ্যামলীর সংসার ভাঙে। 'সিটাডেল হানি বানি'তে (Citadel: Honey Bunny) একসঙ্গে কাজ করার সময়ে রাজ এবং সামান্থা কাছকাছি আসেন। যদিও এর আগে 'ফ্যামিলি ম্যান সিজিন ২'তে রাজের পরিচালনায় কাজ করেছেন সামান্থা।