Salman Khan: পবিত্র ইদে নিজেকে 'নিরাপদ' করলেন সলমন খান
সলমন খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৪ মে: সবে সবে মুক্তি পেয়েছে 'রাধে' (Radhe)। ইদ উপলক্ষ্যে রাধ মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। রাধে মুক্তি পাওয়ার পর এবার কোভিডের ভ্য়াকসিনের দ্বিতীয় ডোজ নিতে বের হলেন সলমন খান। ইদের দিন সলমনকে ভ্যাকসিনের (Vaccine) দ্বিতীয় ডোজ নিতে দেখে, তার ছবি উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়। এরপরই বলিউড ভাইজানের সেই ছবি ভাইরাল হয়ে যায় হু হু করে।

মার্চে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন সলমন খান (Salman Khan)। প্রথমবার ভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে হাজির হন অভিনেতা। ইদের সকালে সলমন যেমন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হাজির হন, তেমনি আরবাজ হাজির হন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে। ছেলে আরহানকে নিয়ে ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হাজির হন আরবাজ খান।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Sonu Sood: তরুণীর মৃত্যু, জীবন 'অনিশ্চিত' বলে ভেঙে পড়লেন সোনু সুদ

প্রসঙ্গত, এই প্রথমবার ইদের দিন ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়নি সলমনকে। মুম্বই (Mumbai) জুড়ে করোনা সংক্রমণের (Corona) মাত্রা বাড়তে শুরু করায়, সলমন খানকে এই প্রথম ইদের (Eid) দিন সকালে ব্যালকনিতে দাঁড়িতে ভক্তদের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়নি।