মুম্বই, ২২ মে: সলমন খানের (Salman Khan) বাড়িতে ঢেকার চেষ্টা করলেন এক মহিলা। বৃহস্পতিবার মুম্বইতে সলমন খানের যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রয়েছে, সেশখানে ঢোকার চেষ্টা করেন এক মহিলা। পুলিশের নজর এড়িয়ে সলমনের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করে ধরা পড়ে যান ওই মহিলা। অভিনেতার বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলেই পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। কী কারণে তিনি সলমনের বাড়িতে ঢুকতে যাচ্ছিলেন, সে বিষয়ে শুরু হয়েছে জোরদার জেরা।
দেখুন কী জানা গেল মহিলার অনুপ্রবেশের চেষ্টা নিয়ে...
Mumbai | A woman attempting to trespass into Actor Salman Khan's residence at Galaxy apartments arrested by the Police. The Police are questioning the woman: Mumbai Police
— ANI (@ANI) May 22, 2025
এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার সলমনের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা চলে। প্রত্যেকবারই অনুপ্রবেশের চেষ্টা করায় কাউকে না কাউকে গ্রেফতার করে পুলিশ। এবারও তার অন্যথা হয়নি।
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বিষ্ণোই সম্প্রদায়ের রোষ থেকে বেরোতে পারেননি সলমন খান। কখনও তাঁকে খুনের হুমকি দেওয়া হয় আবার কখনও সলমনের বাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি। সবকিছু মিলিয়ে সলমন খানের নিরাপত্তার বহর দিনের পর দিন ধরে বেড়েই চলেছে। মুম্বই পুলিশের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও সলমন খানকে ঘিরে থাকেন সব সময়। তার মাঝেই এবার ফের সলমনের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করায় গ্রেফতার করা হয় এক মহিলাকে।
প্রসঙ্গত বার বার সলমনের বাড়ি লক্ষ্য করে কখনও গুলি কখনও অনুপ্রবেশের চেষ্টা করায়, গোটা বাসভবন বুলেটপ্রুফ কাঁচে ঘিরে ফেলা হয়। জন্মদিন হোক কিংবা ঈদ, বুলেটপ্রুফ কাঁচের ভিতরে থাকা ব্যালকনিতে হাজির হয়েই অনুরাগীদের দর্শন দেন সলমন খান।