Saheb Bhattacharya (Photo Credit: FB)

কলকাতা, ১৫ জুলাই: বর্তমানে সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিনেতা সাহেব ভট্টাচার্যের ভিডিয়ো কোথায় রয়েছে, তা নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাহেব ভট্টাচার্যের ভিডিয়ো লিখে বহু মানুষ ক্লিক করতে শুরু করেছেন। যেখানে ফেসবুক থেকে ইস্টাগ্রাম, এমনকী এক্স হ্যান্ডেলেও সাহেব ভট্টাচার্যের ভিডিয়ো ( Saheb Bhattacharya Viral Video) লিখে মানুষ সার্চ করছেন। যে সমস্ত মানুষ সাহেব ভট্টাচার্যকে নিয়ে সার্চ করছেন, তাঁরা আদতে তো কিছুই পাচ্ছেন না। উলটে তাঁদের ইন্টারনেটের ডেটা চলে যাচ্ছে হু হু করে। ফলে যে সমস্ত ভিডিয়োর লিঙ্ক দেওয়া হচ্ছে, তা ফিসিং স্ক্যাম বলে মনে করছেন অনেকে। গুগল ট্রেন্ডসেও সাহেব ভট্টাচার্যের নাম উঠে আসছে। মানুষ সাহেব ভট্টাচার্য লিখে বার বার সার্চ করছেন।

দেখুন মানুষ কী কী বলে গুগলে সার্চ করছেন সাহেব ভট্টাচার্যের ভিডিয়ো...

সাহেব ভট্টাচার্যের ভাইরাল ভিডিয়ো লিখেও সার্চ করছেন অনেকে...

কে এই সাহেব ভট্টাচার্য?

বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ এই সাহেব ভট্টাচার্য। অভিনেতার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে। মোহন বাগানের লিজেন্ড হিসেবে পরিচিত সুব্রত ভট্টাচার্যের ছেলে হলেন এই সাহেব। গোরস্থানে সাবধান, ইতি মৃণালিনী, ভীতু, রোমান্টিক নয়, ডাবল ফেলুদা, মহিষাসুর মর্দিনী, আর এক পৃথিবীর মত একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন সাহেব। রয়েছে তাঁর বহু জনপ্রিয় ধারাবাহিকও। ২০১২ সালে চিটাগাং নামে একটি হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা যায় সাহেবকে। যেখানে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি এবং রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।

এসবের পাশাপাশি সাহেব ভট্টাচার্যের প্রেমিকা কে, মানুষ তাও সার্চ করছেন। ফলে যে সমস্ত লিঙ্ক বেরিয়ে আসছে ওই সার্চের ফলে, তা সঠিক নয়। যে কোনও মুহূর্তে ওই সমস্ত লিঙ্ক আপনার ফোনের ডেট শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।

সাহেব ভট্টাচার্যের নামে যে সমস্ত লিঙ্ক ভাইরাল হচ্ছে, সেখানে ক্লিক করলে কী হতে পারে?

বর্তমানে যেভাবে এআই ভিডিয়ো, ডিপফেক ভিডিয়োর যুগে খুব সাবধানে না থাকলে, যে কোনও মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন। কোন লিঙ্কে ক্লিক করলে কী বেরিয়ে আসবে এবং তাতে আপনার ফোনের ডেটা কীভাবে চলে যাবে বা গোপণ তথ্য হাটে বাজের ছড়িয়ে পড়বে, তা জানেন না। ফলে এই সমস্ত বাইরাল ভিডিয়ো থেকে সব সময় সাবধানে থাকুন। হুটপাট ক্লিক করবেন না।

বিভিন্ন ক্ষেত্রের তারকাদের নাম করে বিভিন্ন সময়ে একাধিক লিঙ্ক ছড়ানো হচ্ছে। আর ওই সমস্ত লিঙ্কে ক্লিক করলেই যে সমূহ বিপদ, তা বলার অপেক্ষা রাখে না। ফলে সাহেব ভট্টাচার্য ভাইরাল ভিডিয়ো বলে যে লিঙ্কই আসুক না কেন, তার থেকে থাকুন সাবধানে।