Sara Tendulkar Earning from Instagram: ভারতে ক্রিকেট খেলা অনেকটা ধর্মের মত। আর সেই খেলার ঈশ্বরের তকমা পান সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সবচেয়ে বড় তারকা সচিন-কে নিয়ে আগ্রহ সবার। আর তাঁর মেয়ে সারা তেন্ডুলকরে নিয়েও দেশবাসীর বেশ আগ্রহ রয়েছে। তবে সচিনের মেয়ে পরিচয়ের বাইরেও সরল-সুন্দর মুখের সারাকে নিয়ে দেশের তরুণ ও যুব প্রজন্মের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে। সেই সারা তেন্ডুলকরে সবচেয়ে দেখতে পাওয়া যায় ইনস্টাগ্রামে। ইনস্টা দুনিয়ায় সারার স্টাইল, ফ্যাশান সবসময়ই নজর কাড়ে। ইনস্টাগ্রামে সচিন কন্যার জনপ্রিয়তা দেশের কোনও নায়িকা বা সুন্দরী মডেলদের থেকে মোটেও কম নয়। বুদ্ধিমান-সুন্দরী হিসাবে সারার একটা আলাদা ভক্তকূলও রয়েছে। অনেকেই হয়তো জানানা না, নিজের বাবার ছায়ার বাইরে বেরিয়ে ইনস্টাগ্রামে বেশ বড় সেলেব হয়ে উঠেছেন সারা।
সারা তেন্ডুলকর কী কী কাজে জড়িত
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, সারা তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রতি পোস্টে ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। এর ফলে সচিন তেন্ডুলকরের কন্যা এখন ভারতের সবচেয়ে বেশ-আয়কারী ইনফ্লুয়েন্সারদের তালিকায় প্রথমের দিকেই রয়েছে। লন্ডন কলেজ থেকে 'ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন' মাস্টার্স ডিগ্রি অর্জনকারী সারা একজন নথিভুক্ত পুষ্টিবিদ (রেজিস্টার্ড নিউট্রিশন অ্যাসোসিয়েট (ANutr))। পাশাপাশি সারা তাঁর বাবা সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবেও কাজ করেন। যেখানে স্বাস্থ্যচর্চা, খেলা এবং শিক্ষার মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়।
ইনস্টাগ্রামে সারা
View this post on Instagram
সারার আকশছোঁয়া রোজগার
মাত্র ২৮ বছর বয়সে সারার 'নেট ওয়ার্থ' ১ কোটি থেকে ১.৫ কোটি টাকার মধ্যে, এবং গ্লোবাল ব্র্যান্ডগুলোর কাছে তিনি একজন আকর্ষণীয় মুখ। সারা তেন্ডুলকর ভারতের সবচেয়ে প্রভাবশালী তরুণ ব্যক্তিত্বগুলোর একজন হিসেবে আবির্ভূত হয়েছেন, এবং তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি তার জন্য বিপুল লাভজনক প্রমাণিত হয়েছে। বিভিন্ন রিপোর্টে প্রকাশ, সারা ইনস্টাগ্রামে প্রতি পোস্ট থেকে ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা আয় করেন। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে মডেলিংয়ের নানা কাজ এবং তার কোম্পানি 'সারা প্ল্যানার্স' পর্যন্ত, যা কাস্টমাইজড ডায়েরি এবং প্ল্যানারের অনলাইন স্টোর। সারার নজরকাড়া পোর্টফোলিওতে আজিও লাক্সের সঙ্গে ২০২১ সালে তার মডেলিংয়ে অভিষেক এবং কোরিয়ান বিউটি ব্র্যান্ড ল্যানিজের সঙ্গে পার্টনারশিপ রয়েছে। সম্প্রতি, সচিন কন্যা অস্ট্রেলিয়ার টুরিজম ক্যাম্পেইন 'কাম অ্যান্ড সে গ’ডে'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, যা এক হাজার কোটি টাকারও বেশি মূল্যের একটি গ্লোবাল প্রকল্প। এটি সারার আন্তর্জাতিক আবেদনকে আরও মজবুত করেছে।