Sachin Sanghvi (Photo Credit: X)

মুম্বই, ২৪ অক্টোবর: গ্রেফতার করা হল সচিন সাংভিকে। শুনতে অবাক লাগলেও, বলিউডে বিখ্যাত সুরকার সচিন সংভিকে (Sachin Sanghvi) গ্রেফতার করা হয়েছে অশ্লীলতার দায়ে। অভিযোগ, সচিন সাংভি ১৯ বছরের এক তরুণীর শ্লীলতাহানি (Sexually Assaulting Woman) করেছেন। মিউজ়িক অ্যালবামে কাজ করার সুযোগ দেবেন। এমন কথা দিয়ে ওই তরুণীর শ্লীলতাহানি সচিন সাংভি করেন বলে অভিযোগ। এমনকী ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েও সচিন সাংভি তা অস্বীকার করেন বলে অভিযোগে উঠে এসেছে।

পরম সুন্দরী, স্ত্রী টু, ভেড়িয়া-র মত ছবিতে একের পর এক জনপ্রিয় গানের সুর করেন সচিন সাংভি (সচিন-জিগার জুটির সুরকার হিসেবে পরিচিত এই সচিন সাংভি)। বুধবার ভারতীয় ন্যায় সংহিতার অধীনে সচিন সাংভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে এমন তথ্য প্রকাশ পায়।

অভিযোগকারিনীর কথায়, ২০২৪ সালে তাঁর সঙ্গে সচিন সাংভির পরিচয় হয়। এরপর হোয়াটস অ্যাপ এবং ইনস্টাগ্রামে তাঁদের কথা হয়। মিউজ়িক অ্যালবামে কাজ করার সুযোগ দেবেন বলে কথা দেন জনপ্রিয় ওই সুরকার। এরপরই তাঁদের মধ্যে কথাবার্তা এবং যোগাযোগ বাড়তে শুরু করে বলে জানান সংশ্লিষ্ট তরুণী।

এরপর সচিন সাংভি তাঁকে নিজের অফিসে ডাকেন। এমনকী বিয়ের প্রস্তাবও দেন। এরপরই একাধিকবার সচিন সাংভি তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সচিন সাংভিকে গ্রেফতার করে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে ওই ঘটনার।

কে এই সচিন সাংভি জেনে নিন 

সচিন-জিগার নামে বলিউডে যে বিখ্যাত সুরকার জুটি রয়েছে, তাঁদেরই একজন তিনি। বলিউডের সব জনপ্রিয় গানের জন্য বিখ্যাত এই সচিনৃজিগার জুটি।

সচিন-জিগারের বিখ্যাত সব সুরের মধ্যে রয়েছে জিনে লাগা হু (রামাইয়া ভাস্তাবাইয়া), আপনা বানা লে (ভেডিয়া), পরদেসিয়া (পরম সুন্দরী), সুন সাথিয়া (এবিসিডি টু)-সহ একাধিক।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম হলেন এই সচিন সাংভি।