Best Biographical Film Honors (Photp Credit: X)

কলকাতা: আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রুপালী জগতের বিজয়ী শিল্পীদের হাতে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (69th National Film Award) তুলে দেওয়া হচ্ছে। পুরষ্কার মঞ্চে পিছিয়ে নেই বাংলাও। বাঙালির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। পরিচালক সোমনাথ মণ্ডল (Director Somnath Mondal)-এর ‘‌রুখু মাটির দুখু মাঝি’‌ ছবিটি সেরা জীবনীমূলক ছবি (Best Biographical Film)-র শিরোপা পেয়েছে। ২৮ মিনিটের এই জীবনীমূলক ছবিটি পুরুলিয়ার বাঘমুন্ডি গ্রামের ৮০ বছর বয়সী দুখু মাঝির জীবনী নিয়ে তৈরি। গত ১৫ বছর ধরে দুখু মাঝি বৃক্ষরোপণ ও সংরক্ষণ করে চলেছেন। ‘‌রুখু মাটির দুখু মাঝি’‌ ছবিটি এখনও পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ৭টি পুরস্কার জিতেছে।

দেখুন 

পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ‘কালকক্ষ’ সিনেমাটি ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে। সেরা গায়িকা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল। এছাড়াও সর্দার উধম ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফার পুরষ্কার পেয়েছেন অভীক মুখোপাধ্য়ায়।