গতকাল, বুধবারই স্বামী আলি ফজলের (Ali Fazal) কোলে মাথা রেখে 'বেবি বাম্প'-এর আদুরে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha)। সুখবর শেয়ার করেছিলেন স্বামী আলি ফজলও। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘরে লক্ষ্মী আসার খবর এল। ১৬ জুলাই ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন আলি এবং রিচা, এমনটাই জানালেন তারকা দম্পতি। আজ, বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতিতে তারকা দম্পতি জানান, “আমরা ১৬ তারিখে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছি! আমাদের পরিবারে আনন্দ বাঁধ মানছে না। ভালবাসা এবং আশীর্বাদের জন্য সকলকে ধন্যবাদ জানাই।”
New parents on the block! #RichaChadha and #AliFazal have become parents to a baby girl 🥳
Read more 🔗 https://t.co/amnCy7GWNB pic.twitter.com/eWqE4gIeyV
— Hindustan Times (@htTweets) July 18, 2024