Raveena Tandon (Photo Credit: ANI)

মুম্বই : ৯০-এর দশক থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। অসংখ্য ভক্ত রয়েছে এই বলি তারকার।  দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এবার তিনি ওটিটি (OTT)-তে ফিরেছেন। রবিনাকে খুব শীঘ্রই ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’ (Karmma Calling)-এ দেখা যাবে। সম্প্রতি ওয়েব সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করছেন অনেকেই। আরও পড়ুন:Bollywood Songs by Rashid Khan: আওগে যাব তুম থেকে দিওয়ানা কার রাহা হ্যায়, শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি হিন্দি ছবির গানেও ছাপ উস্তাদ রশিদের

অভিনেত্রী রবিনা ট্যান্ডন গতকাল মুম্বাইতে তাঁর এই আসন্ন ওয়েব সিরিজ 'কর্মা কলিং'-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে অংশ নিয়েছিলেন।

দেখুন ভিডিও

রবিনা ট্যান্ডনের ওয়েব সিরিজ 'কর্মা কলিং' ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। জনপ্রিয় আমেরিকান সিরিজ 'রিভেঞ্জ' অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ, পরিচালনা করেছেন পরিচালক রুচি নরেন।