নয়াদিল্লি: রশ্মিকা মান্দান্না ও অল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise) সিনেমাটি ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে। এই সিনেমার পরবর্তী অংশ দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবিটির দ্বিতীয় অংশ নিয়েও ভক্তদের মধ্যে একই রকম উত্তেজনা রয়েছে, যারা সিক্যুয়াল সম্পর্কিত প্রতিটি ছোট-বড় আপডেটের জন্য আগ্রহী তাঁরা। এরই মধ্যে জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা (Rashmika Mandana) 'পুষ্পা-দ্য রুল'-এর শুটিং সেট থেকে এক্সক্লুসিভ ছবি শেয়ার করেছেন।
দেখুন ছবি
View this post on Instagram
সুকুমার পরিচালিত পুষ্পা, দ্য রাইজ সিনেমাটি ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। মুখ্য চরিত্রে ছিলেন অল্লু অর্জুন, ফাহাদ ফাজিল ও রশ্মিকা মান্দান্না।