Ranveer Singh (Photo Credit: X)

মুম্বই, ১৯ অগাস্ট: রণবীর সিংয়ের (Ranveer Singh) সিনেমার সেটে বড়সড় দুর্ঘটনা। রণবীর যখন 'ধুরন্ধরের' (Dhurandhar) শ্যুট করছিলেন লেহ, লাদাখে (Leh Ladakh), সেই সময় হঠাৎ করে ১২০ জনের বেশি অসুস্থ হয়ে পড়েন। শ্যুটিংয়ের সেটেই এক এক করে অসুস্থ হতে শুরু করেন। খাবারে বিষক্রিয়ার (Food Poisoning) জেরেই রণবীরের সিনেমার সেটে ১২০ জনের বেশি কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

গত ১৭ অগাস্ট হঠাৎ করেই ধুরন্ধরের সেটে ১২০ জনের বেশি মানুষের অসুস্থতার খবর মেলে। এরপর পরিচালক আদিত্য ধরের সিনেমার সেটের অসুস্থ ক্রুদের লেহ-র এসএনএম হাসপাতালে ভর্তি করা হয়।

এসএনএম  হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ১২০ জনকে তাঁরা ভর্তি করেছেন। হাসপাতালের সামর্থ অনুযায়ী প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, তাঁরা প্রত্যেকে ভাল আছেন, ঠিক আছেন বর্তমানে বলে জানানো হয়।

যাঁদের ভর্তি করা হয়, তাঁরা এক এক করে সুস্থ হতে শুরু করায়, প্রত্যেককে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শুধুমাত্র ৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা। তবে কারও প্রাণহানির খবর মেলেনি বলেই জানা যায়।

রিপোর্টে প্রকাশ, শ্যুটিং চলাকালীন খাবারের পর থেকে এক একজন করে অসুস্থ হতে শুরু করেন। ডায়রিয়া এবং বমি শুরু হয়। তারপরই অসুস্থদের শরীর ক্রমাগত খারাপ হতে শুরু করলে, তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই পরিচালক আদিত্য ধর নিজে পরিস্থিতি দেখাশোনা করেন। সিনেমার সেটের কোনও কর্মীর শরীর যাতে বেশি খারাপ না হয়, তার জন্য নিজে সবদিকে নজরদারি শুরু করেন আধিত্য ধর।