Ranbir Kapoor and Rashmika Mandanna (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: মাঝ আকাশে বিমানের ককপিটে রশ্মিকার ঠোঁটে ঠোঁট রাখলেন রণবীর কাপুর। রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)-র বহুল প্রতীক্ষিত ছবি 'অ্যানিমাল' (Animal) সিনেমার প্রথম গান 'হুয়া ম্যায়' (Hua Main) মুক্তি পেয়েছে। গানটিতে রশ্মিকা-রণবীরের রসায়ন চোখে পড়ার মতো। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে রণবীর ও রশ্মিকাকে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এর ভিউ প্রতি মুহূর্তে বাড়ছে।

দেখুন

 

'অ্যানিমাল' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দান্না এবং তৃপ্তি দিমরি। 'অ্যানিমাল' ছবিটি গত ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পোস্ট-প্রোডাকশন কাজের কারণে তা পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়েছে।