মালদ্বীপে উড়ে গেলেন রণবীর, আলিয়া

মুম্বই, ১৯ এপ্রিল : মুম্বইতে জনতা কারফিউ চলছে। তার মধ্যেই মালদ্বীপে রওনা দিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।মুখে মাস্ক এঁটে মুম্বই থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন বলিউডের (Bollywood) এই 'লভ বার্ডস'।

মুম্বই বিমানবন্দরে আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরকে (Ranbir Kapoor) দেখা গেলেও, তাঁরা ক্যামেরার (Camera) সামনে কোনও মন্তব্য করেননি। সম্প্রতি কোভিড রিপোর্ট নেগেটিভ আসে রণবীর কাপুরের। রণবীরের পর আলিয়ার করোনা রিপোর্টও নেগেটিভ আসে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর জানান আলিয়া।

আরও পড়ুন : COVID-19 In India : করোনার কামড়, ভারতের বিমান বাতিল হংকংয়ের

আলিয়া সুস্থ হওয়ার পরই তাঁকে নিয়ে মালদ্বীপে (Maldives) উড়ে যান রণবীর কাপুর। মুম্বইতে যেখানে জনতা কারফিউ চলছে, সেই সময় বলিউডের রণলিয়া কীভাবে মালদ্বীপে উড়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

তবে শুধু রণবীর কাপুর এবং আলিয়া ভাটই নন, সম্প্রতি মালদ্বীপে উড়ে যেতে দেখা যায় সারা আলি খান এবং টাইগার শ্রফকেও।