বক্স অফিসে সুনামির পথে আল্লু অর্জুনের 'পুষ্পা টু: দ্য রুল' (Pushpa 2: The Rule)। ভাল কাহিনি ও বিনোদনে ঠাসা চিত্রনাট্য-সংলাপ, রেকর্ড অর্থের প্রচার আর অবশ্যই ব্র্যান্ড আল্লু অর্জুনের সুবাদে দেশের বক্স অফিসে এখন শুধু সুকুমার পরিচালিত 'পুষ্পা টু'-এর রুল (রাজত্ব)। মাত্র দু'দিনেই তিন বছর আগে রিলিজ হওয়া 'পুষ্পা দ্য রাইজ'কে বক্স অফিসে ব্যবসার নিরিখে ছাপিয়ে গেল 'পুষ্পা দ্য রুল'। শুক্রবার রিলিজ করা 'পুষ্পা টু: দ্য রুল' প্রথম দু'দিনে গোটা বিশ্বে ৪২১ কোটি ৩০ লক্ষ টাকার ব্যবসা করেছে। সেখানে করোনাকালে রিলিজ হওয়া 'পুষ্পা দ্য রাইজ' সব মিলিয়ে মোট সাড়ে ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছিল।
নিশ্চিতভাবেই আজ, প্রথম রবিবারের বক্স অফিসের ফল এলে দেখা যাবে হাসতে হাসতে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে 'পুষ্পা টু: দ্য রুল'।সিনেমাটি দর্শকদের ভাল লাগায় এবং সামনে বড়দিন শীত ও ছুটির আমেজ থাকায় আল্লু অর্জুনের 'পুষ্পা টু' অনায়াসে হাজার কোটির ক্লাবে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
নিশ্চিতভাবেই ২০২৪ সালের সবচেয়ে বড় হিট হতে চলেছে পুষ্পা টু। এই সিনেমাটিকে নিয়ে দক্ষিণ ভারতের মত উত্তর ভারতেও ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সব জায়গাতেই লম্বা লাইন।
বক্স অফিসে পুষ্পা টু-এর রুল
#AlluArjun might have created an opening day record with #Pushpa2TheRule
But He is already waiting to break that record with #Spirit or #Kalki2898AD part 2 or #Salaar part 2#Salaar2 will bring the real mass storm across the country#Prabhas pic.twitter.com/qG6jzQ4eYt
— Shivani Rajput 🤍 (@Shivanisingh885) December 8, 2024
তবে সেটা নির্ভর করবে দ্বিতীয় সপ্তাহে ছবিটিকে নিয়ে কতটা ক্রেজ থাকবে তার ওপর।