কলকাতা, ১০ জুলাই: প্রেস কনফারেন্সে বসে বাংলা কেন বলেননি। বাঙালি সাংবাদিকের বাংলায় প্রশ্নের উত্তরে কেন বাংলা বলেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) নিয়ে বেশ কিছুদিন ধরে এমন বিতর্ক অব্যাহত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী হিন্দি ছবি নিয়ে যখন প্রেস কনফারেন্স হচ্ছিল, সেই সময় রাজকুমার রাওদের (Rajkumar Rao) পাশে বসে বাংলার (Bangla) প্রথম সারির এই অভিনেতা কেন নিজের মাতৃভাষায় কথা বলেননি, তা নিয়ে নানা মত প্রকাশ্যে আসতে শুরু করে। সেই সঙ্গে ভাষা বিতর্ক শুরু হয়ে যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে জুড়ে। বিষয়টি নিয়ে যখন জোরদার বিতর্ক শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন বাংলার এই বলিষ্ঠ অভিনেতা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'বাংলা আমার প্রাণের ভাষা, ভালবাসার ভাষা। বাংলার মানুষের বিচার তাঁর কাছে শিরোধার্য।' জীবনের শেষদিন পর্যন্ত তাঁর এই ধারনা অটুট থাকবে। সেই সঙ্গে তাঁর বলা কথায়, যাঁদের আঘাত লেগেছে, তার জন্য তিনি দুঃখিত বলেও জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।