প্রিয়াঙ্কা চোপড়া, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৯ মে: কোভিড মোকাবিলায় এবার ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ ভারতের (India) করোনা (COVID 19) পরিস্থিতিতে সবাইকে সাহায্যের জন্য আবেদন জানান প্রিয়াঙ্কা৷ তার জেরে ইতিমধ্যেই  ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর, ৪২০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে ফেলেছেন পিগি৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে ওই খবর শেয়ার করেন প্রিয়াঙ্কা৷

পাশাপাশি ১০টি টিকাকরণ কেন্দ্রের সঙ্গে কথা বলে সেখান থেকেও সাহায্য জোগাড় করে ফেলেন পিগি৷ জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা যে ১০টি টিকাকরণ কেন্দ্রের সঙ্গে কথা বলেন, তাদের মাধ্যমে ৬ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন (Vaccine) দেওয়া যাবে৷ আগামী ২ মাসের মধ্যে ওই ৬ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর৷

আরও পড়ুন: American Vaccines: বড় খবর! 'করোনার ভারতীয় ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করবে আমেরিকান ভ্যাকসিন'

কোভিড মোকাবিলায় প্রিয়াঙ্কার তরফে যে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে, ভারতীয় মূল্যে তা ২২ কোটির৷ কোভিড ফান্ড রাইজিংয়ের কাজে যাঁরা তাঁকে সাহায্য করেন, প্রত্যেককে ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা৷ সবাই মিলে একযোগে চেষ্টা না করলে, তিনি এই কাজ কখনও করতে পারতেন না বলে মন্তব্য করেন অভিনেত্রী (Actor)৷