বলিউড অভিনেত্রী পুনম পান্ডে, খুব আড়ম্বরের সঙ্গে পালন করছেন রঙের উৎসব হোলি। ২০২৪ সালের হোলি উৎসবের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পুনম পান্ডে। ছবির ক্যাপশনে পুনম লিখেছেন, হোলির উচ্ছ্বাস। ছবিতে ভারতীয় সাজে সেজেছেন তিনি। তার হাতে রয়েছে বিভিন্ন রঙের আবির দিয়ে ভর্তি একটি পাত্র।
সাদা সালোয়ার স্যুটে খুবই সুন্দর দেখতে লাগছে পুনম পান্ডেকে। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে তিনি নিজেকেই বিভিন্ন রঙে রাঙিয়ে তুলেছেন। তার হাতের পাত্রে রয়েছে লাল, হলুদ, সবুজ, গোলাপী, এই চারটি রঙের আবির। এই রং দেখতে পাওয়া যাচ্ছে তার মুখেও। কোথাও লাল ও গোলাপী রং লেগে, আবার কোথাও সবুজ ও হলুদ রং লেগে। এককথায় ছবিতে বিভিন্ন রঙে খুব সুন্দর লাগছে তাকে। ছবিগুলো তার ভক্তদের খুবই পছন্দ হয়েছে। এক ভক্ত লিখেছেন, "আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে।" অনেক ভক্ত হোলির শুভেচ্ছাও জানিয়েছে পুনম পান্ডেকে।