Parineeti Chopra and Raghav Chadha (Photo Credit: Instagram)

Parineeti Chopra Welcomes Baby Boy: দিওয়ালির ঠিক আগে চোপড়া পরিবারে সুখবর। বলিউডের তারকা অভিনেত্রী পরিনীতি চোপড়া পুত্র সন্তানের জন্ম দিল। আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও বলিউড অভিনেত্রী পরিনীতির এটি প্রথম সন্তান। আগামী বুধবার পরিনীতির জন্মদিন, ঠিক তার আগে পুত্র সন্তান উপহার পেলেন তিনি। পরিনীতি আজ, রবিবার সকালেই দিল্লির এক বেসরকারী হাসপাতালে সন্তান জন্ম দেন। পরিবার ও স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন মা এবং শিশুর স্বাস্থ্য ভালো আছে। পরিনীতি এবং রাঘব সম্প্রতি মুম্বই থেকে দিল্লিতে চলে এসেছিলেন, যাতে পরিবারের কাছে থাকার সুবিধা হয়।

কী জানালেন তাঁরা

পরিনীতি ও রাঘব চাড্ডা এক ইনস্টাগ্রাম পোস্টে নবজাতকের ছবি শেয়ার করে লিখলেন, "অবশেষে ও এল। পুত্র সন্তান। আমাদের কোল ভরে গিয়েছে। হৃদয় পরিপূর্ণ হয়েছে। প্রথমে আমরা একে অপরের জন্য,এখন আমাদের সব কিছু আছে।" ভক্ত, সেলেব্রিটি এবং রাজনীতিবিদরা এই খবরের পরে পরিনীতি ও রাঘবকে অভিনন্দন জানাচ্ছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের দ্য লীলা প্যালেসে পরিনীতি ও রাঘবের বিয়ে হয়েছিল। এদিকে, বোন পরিনীতি চোপড়ার সন্তান হওয়ার খবর পেয়েই ভারতে আসছেন তাঁর দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোন্স।

পরিনীতি-রাঘবের প্রথম সন্তান

ইনস্টা পোস্ট

ইনস্টাগ্রাম পোস্টে পরিনীতি ও রাঘব লিখলেন, "He’s finally here!...our Baby Boy...And we literally can’t remember life before! Arms full, our hearts are fuller. First we had each other, now we have everything..With gratitude, Parineeti and Raghav...(sic)."