Kareena Kapoor, Saif Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ অগাস্ট: এবার সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) নিয়ে বিস্ফোরক দাবি করলেন এক সাংবাদিক। তাও আবার পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান। পাক সাংবাদিকের যে দাবি, তা প্রকাশ্যে আসতেই কার্যত তোলপাড় শুরু হয়েছে। পাক সাংবাদিকের (Pakistani Journalist) দাবি, সইফ, করিনা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। তাঁরা আর  একসঙ্গে সংসার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি সাংবাদিকের দাবি, সইফ,করিনার বিচ্ছেদ হচ্ছে, এমন খবর তিনি নাকি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে পেয়েছেন। 

তৃতীয় কারও আগমণের দাবি

মুবাসের লুকম্যানের দাবি, সইফ, করিনার সম্পর্ক বর্তমানে অত্যন্ত কঠিন ,সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, সইফকে নাকি করিনা হাতেনাতে পাকড়াও করেন কোনও একজনের সঙ্গে। তারপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বলে খবর। পাক সাংবাদিকের ওই দাবির পর থেকেই বিষয়টি নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। তবে পাক সাংবাদিক এই ধরনের দাবি কোন সূত্রের ভিত্তিতে করলেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: Sunjay Kapur's Funeral: সঞ্জয় কাপুরের শেষকৃত্যে করিশ্মার ২ সন্তানকে আগলে রাখলেন করিনা, দেখুন ভিডিয়ো

সইফের কাতারে যাওয়ার ইচ্ছা, করিনার বাধা

এসবের পাশাপাশি সইফ আলি খান কাতারে গিয়ে পাকপাকিভাবে থাকতে চাইছেন বলে খবর। অন্যদিকে করিনা কাপুর কোনওভাবেই দেশ ছেড়ে বিদেশে যাওয়ার পক্ষপাতী নন। ফলে এই বিষয়টি নিয়েও বলিউডের এই পাওয়ার কাপল-এর মধ্যে মনোমালিন্য শুরু হয়েছে বলে খবর মিলছে। যদিও সইফ আলি খান এবং করিনা কাপুর খান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে, তা নিয়ে জনপ্রিয় দম্পতির অনুরাগীরাও বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

এসবের পাশাপাশি  সইফ আলি খানের উপর যে হামলা হয়, তার পিছনে করিনা কাপুর রয়েছেন বলেও দাবি করেন ওই পাকিস্তানি সাংবাদিক।

সইফ-করিনার বিয়ে 

২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন করিনা কাপুর। প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেেদের দীর্ঘদিন পর করিনার প্রেমে হাবুডুবু খেয়ে, শেষে তাঁকে বিয়ে করেন শর্মিলা-পুত্র। বিয়ের পর প্রথমে তৈমুর এবং জেহ আসে করিনার কোল আলো করে। দুই ছেলের জন্মের পর কেরিয়ার এবং সংসার সমানভাবে সামলে এগোচ্ছেন করিনা কাপুর খান। তার মাঝেই এবার প্রকাশ্যে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। তাও আবার পাকিস্তানি সংবাদমাধ্যমের দৌলতে।

(এই খবরের দাবি বা সত্যতা কোনও কিছু খতিয়ে দেখেনি লেটেস্টলি ডট কম। https://minutemirror.com.pk/mubasher-luqman-claims-saif-kareena-headed-for-divorce-419612/ এই লিঙ্কের দাবির প্রেক্ষিতে প্রতিবেদন তুলে ধরা হয়েছে মাত্র)