The Elephant Whisperers

৯৫তম একাডেমি পুরস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রথম অস্কারটি জিতে নিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ৯৫তম একাডেমি পুরস্কারের ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতল কার্তিকি গনসালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। । এই ক্যাটাগরির অন্য চার মনোনীত ছবি ছিল আউট, দ্য মার্থা মিচেল ইফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট এবং হাউ ড ইউ মেজার অ্যা ইয়ার। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ হল এই বিভাগে অস্কার জেতা প্রথম ভারতীয় ছবি। এর আগে ১৯৬৯ এবং ১৯৭৯ সালে সেরা ডকুমেন্টরি শর্টের জন্য মনোনয়ন পেয়েছিল ‘দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট’ এবং ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’।

 

মুদুমালাই ন্যাশনাল পার্কেকে কেন্দ্র করে তৈরি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স একটি আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির গল্প যারা রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে।পশু ও মানুষের বন্ধুত্ব শুধু নয়, এ ছবি যেন বিদেশের মাটিতে এক টুকরো ভারত। তার পাশাপাশি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকেও ভীষণভাবে ফুটিয়ে তোলে। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers) ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পায়।

গুনীত মাঙ্গা টুইট করেছেন, ‘ভারতীয় প্রোডাকশন হিসেবে আমরা প্রথম অস্কার জিতেছি! দুই মহিলা এই কাজ করলেন! আমি এখনো কাঁপছি।’