Allu Arjun arrives at his residence (Photo Credits: ANI)

হায়দরাবাদ, ১৪ ডিসেম্বরঃ অন্তর্বর্তী জামিন মিললেও এক রাত জেলেই কাটাতে হল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun)। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় শুক্রবার রাতটা জেলেই ছিলেন 'পুষ্পা'। তাঁকে রাখা হয়েছিল হায়দরবাদের চঞ্চলগুড়া জেলে। শনিবার ভোর হতেই তাঁর অন্তর্বর্তী জামিনের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন আইনজীবী। সকাল সাড়ে ৬টা নাগাদ জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসেন অল্লু। রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। এদিকে জুবিলি হিলসে অভিনেতার বাড়িতে অল্লুর পথ চেয়ে বসে তাঁর গোটা পরিবার। অল্লু বাড়ি পৌঁছতেই তাঁকে জড়িয়ে ধরলেন স্ত্রী স্নেহা রেড্ডি। বাঁধ ভাঙল তাঁর চোখের জল। স্বামীর এক রাতের হাজতবাসে ভেঙে পড়েছেন তিনি।

অভিনেতার বাড়ির বাইরে এদিন সকাল থেকে ভিড় জমিয়েছিলেন সাংবাদিক এবং অনুরাগীরা। সকলের উদ্দেশ্যে এদিন বাড়ি ফিরে অল্লু হাত জড়ো করে বললেন, 'চিন্তার কিছু নেই আমি ভালো আছি। সমস্ত ভক্তদের আমি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর সমর্থন জানাতে চাই। আমি একজন আইন মান্যকারী নাগরিক। আইনের যেকোনো পদক্ষেপেই আমি সহযোগিতা করব'। মৃত মহিলার পরিবারের প্রতি এদিন আবারও নিজের সমবেদনা প্রকাশ করেছেন অল্লু। বললেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

অল্লু জেল থেকে বাড়ি ফিরতেই তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন স্ত্রী স্নেহা... 

 

View this post on Instagram

 

A post shared by Kamlesh Nand (work) (@artistrybuzz_)

কেন গ্রেফতার হয়েছিলেন অল্লু অর্জুন?

গত ৪ ডিসেম্বর অভিনেতার ছবি 'পুষ্পা ২'র (Pushpa 2) প্রিমিয়ার দেখতে এসে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) ভিড়ের চাপে পদপিষ্ট (Stampede) হয়ে মারা যান এক মহিলা। সেদিন থিয়েটারে ছবির প্রিমিয়ারের জন্যে এমনিতেই ভিড় হয়েছিল। তার উপর আচমকা অল্লুর (Allu Arjun) আগমন ভিড় আরও বাড়িয়ে দেয়। ভক্তদের হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হন বছর ৩৫-এর মহিলা রেবতী। আহত হন বহু। উপযুক্ত পুলিশি নিরাপত্তার অভাবে এমন ঘটনা ঘটেছে অভিযোগ তুলে নিহত মহিলার স্বামী ভাস্কর সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অভিনেতা অল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

বাড়ি ফিরে হাত জড়ো করে বার্তা অল্লুর...

সেই এফআইআর-এর ভিত্তিতেই শুক্রবার সকালে অল্লুর বাড়িতে হাজির হয় পুলিশ। তাঁকে গ্রেফতার করে হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায় আনা হয়। সেখান থেকে তাঁকে পেশ করা হয় নিম্ন আদালতে। নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অল্লু তেলেঙ্গানা হাইকোর্টের দারস্ত হন। হাইকোর্ট তেলুগু অভিনেতাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন অল্লু।