Navya Naveli Nanda (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) প্যারিস ফ্যাশন উইক ২০২৩ (Paris Fashion Week 2023) -এ র‌্যাম্পে হাঁটলেন। প্যারিস ফ্যাশন উইক ইভেন্টে নভ্যার সঙ্গে গিয়েছিলেন। তাঁর মা শ্বেতা বচ্চন ও দিদা জয়া বচ্চন। রাম্পে হাটার সময় ন্যাভা একটি লাল রঙের অফ-শোল্ডার মিনি ড্রেস পরেছিলেন, সঙ্গে খোলা চুলে তাঁকে খুব আকর্ষণী ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। নভ্যার ব়্যাম্প ওয়াকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর মা। ভিডিয়োটি শেয়ার করে শ্বেতা বচ্চন লিখেছেন, ‘লিটল মিস লরিয়াল’।

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by S (@shwetabachchan)