নবরাত্রির নয় দিনব্যাপী উত্সব শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত । প্রতি বছর আশ্বিন মাসে এই নবরাত্রি উৎসব(সেপ্টেম্বর বা অক্টোবর) অনুষ্ঠিত হয়। দেশের নবরাত্রি উদযাপনের প্রধান  বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হল ঐতিহ্যবাহী নৃত্যশৈলী গরবা - যাকে ধরা হয় ভক্তি ও উপাসনার প্রতীক।

ইতিমধ্যেই সব জায়গায় শুরু হয়েছে গরবা নাচের অনুষ্ঠান। তবে তাঁর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরানো একটি ভিডিও। যেখানে  নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে গরবা নৃত্য পরিবেশন করছে দুই মহিলা।  গুজরাতী গান ডাকলার সঙ্গে তাদের নাচতে দেখা যায়।তাদের এই নাচ আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই নাচ  দেখুন এই লিঙ্কে ক্লিক করে

 নবরাত্রির উদযাপনে রইল আপনাদের জন্য সেই গান-