Filmmaker Shyam Benegal (Photo Credit: X)

নয়াদিল্লি: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল (Filmmaker Shyam Benegal) প্রয়াত হয়েছেন। শ্যাম বেনেগাল কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তিনি গত দুই দিন কোমায় ছিলেন, সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৪ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন পালিত হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির শিবাজি পার্কে শ্যাম বেনেগালের শেষকৃত্য সম্পন্ন হবে।

শ্যাম বেনেগাল তাঁর ৫০ বছরের ক্যারিয়ারে অনেক চলচ্চিত্রই নির্মাণ করেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ তাঁর ক্যারিয়ারের শেষ ছবি। এ ছবিতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প বলেছেন।

শ্যাম বেনেগলের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শ্যাম বেনেগলের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি এক্স হ্যান্ডলে লিখছেন, ‘শ্রী শ্যাম বেনেগাল জির প্রয়াণে গভীরভাবে শোকাহত, তাঁর গল্প ভারতীয় সিনেমায় গভীর প্রভাব ফেলেছিল। তাঁর কাজগুলো সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে প্রশংসিত হতে থাকবে। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

পরিচালক শ্যাম বেনেগলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ