Salman Khan's House (Photo Credit: IANS/X)

নয়াদিল্লিঃ গত বছরই অভিনেতা সলমন খানের (Actor Salman Khan) মুম্বইয়ের (Mumbai) বাড়িয়ে হামলা চালায় বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। এরপরই বাংলোর বারান্দা মুড়ে ফেলা হয় বুলেট প্রুফ কাচ দিয়ে। 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট (Galaxy Apartment)'-এর বাইরে বসানো হয় নিরাপত্তা। সম্প্রতি ফের অভিনেতার বাড়িতে ঢোকার চেষ্টা করে দুই অনাহূত। আর এই ঘটনাএ পরই অভিনেতার মুম্বইয়ের বাসভবনে আরও বাড়ানো হল নিরাপত্তা। 'আইডি কার্ড' ছাড়া প্রবেশ নিষেষ 'গ্যালাক্সি'তে এমনটাই নিয়ম করা হয়েছে। পরিচয় পত্র ছাড়া কারও প্রবেশ নিষেধ বলে জানানো হয়েছে। এমনকী এক্ষেত্রে ছাড় পাবেন না কোনও বলিউড তারকারাও। অতিথি হিসেবে 'গ্যালাক্সি'তে আসতে গেলে পরিচয়পত্র বাধ্যতামূলক। আর এই গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করবে মুম্বই পুলিশ, এমনটাই জানানো হয়েছে।

বাড়ল ভাইজানের সাধের বাংলোর নিরাপত্তা, কী নয়া পদক্ষেপ মুম্বই পুলিশের?

উল্লেখ্য, গত বছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছে ভাইজান। আর এর নেপথ্যে জড়িয়েছে বিষ্ণোই গ্যাং। এই ধরনের হুমকি পাওয়ার পর থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে বলিউড অভিনেতাকে। এবার আরও কিছুটা বাড়ানো হল সলমনের সাধের 'গ্যালাক্সি'-এর নিরাপত্তা।

সলমনের বাসভবনে ফের দুই অনাহূতর প্রবেশ, আরও বাড়ল ভাইজানের বাংলোর নিরাপত্তা