
মুম্বই, ২৪ মার্চ: এবার প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) বোন মানারাকে কটাক্ষের মুখে পড়তে হল। মানারাকে (Mannara Chopra) একের পর এক সমালোচনার মুখে পড়তে হয় যখন ওই অভিনেত্রীকে। মানারা চোপড়ার একটি ভিডিয়োতে দেখা যায়, বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি ইন্ডিগোর (IndiGo) কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। বিষয়টি খুলেই বলা যাক তাহলে।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে হাজির হন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী মানারা চোপড়া। বিমানবন্দের দেরিতে হাজির হওয়ায় অভিনেত্রীর জয়পুরগামী বিমান 'মিস' হয়। মানারা দেরি করে আসায় তাঁকে বিমানে উঠতে দেননি ইন্ডিগোর কর্মীরা। যা নিয়ে ক্ষেপে যান অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, বিমান এখনও ওড়েনি। তা সত্ত্বেও তাঁকে উঠতে দেওয়া হল না উড়ানে। কেন মানারার সঙ্গে এই ধরনের ব্যবহার করা হল, তা নিয়ে অভিযোগ করেন প্রিয়াঙ্কার বোন। তাঁকে সমর্থন করেন সেখানে দাঁড়ানো আরও এক মহিলা।
দেখুন মানারা চোপড়ার সেই ভিডিয়ো...
Barbie Handa and her tantrums
ওই মহিলা যাত্রী বলতে শুরু করেন, মানারাকে বিমানে উঠতে দেওয়া হোক। 'মানারা চোপড়া দেশের জন্য কাজ করেন।' যা শুনেও বরফ গলেনি। মানারার কাকুতি মিনতি শুনেও ইন্ডিগো তাঁকে বিমানে ওঠার অনুমতি দেয়নি।
বিমানবন্দরে মানারার ওই ধরনের ব্যবহার দেখে নেটিজেনদের একাংশ তাঁর সমালোচনা করে। মানারা কীভাবে দেশকে সেবা করেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। কেউ বলতে শুরু করেন, সিনেমায় অভিনয় না করে মানারা দেশের কাজ করেন। অনেকে আবার বলেন, বিমানবন্দরের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে মানারা দেশের কাজ করেন। সবকিছু মিলিয়ে অভিনেত্রী মানারা চোপড়ার ওই ধরনের ব্যবহার মেনে নিতে পারেননি অনেকে। বিমানবন্দরের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা মানারার উচিত হয়নি বলেও মন্তব্য করেন বহু মানুষ।