Shefali Jariwala. (Photo Credits: X)

Shefali Jariwala: হাজার হাজার জনতার চোখের জলে শেষ বিদায়ের পথে মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ময়নাতদন্তের পর তদন্তের বেশ কিছু নিয়ম সম্পূর্ণ করে লাল ওড়নায় ঢেকে শ্মশানের পথে নিয়ে যাওয়া হয় 'কাঁটা লাগা গার্ল'শেফালিকে। শেফালিকে শেষ বিদায়ের পথে যেতে দেখে কান্নায় ভেঙে পড়লেন তাঁর মা। শেফালির কয়েকজন বন্ধুকেও চোখের জল মুছতে দেখা হল। মৃত্যুর ঘণ্টা পাঁচেক আগেও প্রিয় পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। শেফালির মৃত্য়ু নিয়ে ক্রমশ ধোঁয়াশা বাড়ছে।

ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে মুখে কুলুপ পুলিশের

শেফালির ময়না তদন্তের রিপোর্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। আর তাতেই বাড়ছে জল্পনা। শেফালি কি গার্হস্থ্য হিংসার ফলে মানসিক অবসাদের কারণেই মারা গিয়েছেন? এমন তত্ত্ব সোশ্য়াল মিডিয়ায় ভেসে আসছে। গতকাল, শুক্রবার রাতে শেফালির ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শুনে চমকে ওঠে দেশ।

শেফালির শেষযাত্রা

শেফালির সাতপাক: ২০০৪ সালে প্রথম বিয়ে, ২০১৪ সালে দ্বিতীয় বিয়ে

মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন শেফালির দ্বিতীয়বারের বিয়ের স্বামী পরাগ ত্যাগী। ২০০৪ সালে শেফালি জারিওয়ালার বিয়ে করেছিলেন 'মিট ব্রাদার্স'-এর গায়ক হরমিত সিং-কে। এরপর গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে হরমিতকে ডিভোর্স দেন তিনি। প্রথম বিয়ে ভাঙার পর অভিনেতা ছোট পর্দার তারকা অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেছিলেন শেফালি। ২০১৪ সালে তাঁর দ্বিতীয়বার বিয়ে হয়।