Monalisa Saree Look: 'মাতা কি মহিমা'য় ইন্দ্রায়ণীর ভূমিকায় অভিনয়, লাল শাড়িতে সুন্দরী মোনালিসা
Credit: Instagram

ভোজপুরি অভিনেত্রী অন্তরা বিশ্বাস। তার আসল নাম যাই হোক না কেন সকলের মধ্যে মোনালিসা ও ঝুমা বৌদি নামেই পরিচিত তিনি। ভোজপুরি চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি ছোট পর্দাতেও বেশ জনপ্রিয় মোনালিসা। এছাড়াও প্রায় সবসময়ই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় তাকে।

মোনালিসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে কয়েক মিলিয়ন। প্রায় সবসময়ই অভিনয়, নাচ বা বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি শেয়ার করা ছবিগুলি মোনালিসার নতুন লুকের ছবি নয়, নতুন সিরিয়ালের প্রোমোশনের ছবি।

শাড়ি পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সুন্দর কিছু ছবি শেয়ার করে আসন্ন অনুষ্ঠানের চরিত্র ঘোষণা করেছেন মোনালিসা। মোনালিসা ছবিগুলি শেয়ার করার সময়, ক্যাপশনে লিখেছেন, "আমার আসন্ন শো 'মাতা কি মহিমা'য় দেখা করুন ইন্দ্রায়ণীর সঙ্গে।" তিনি জানান, "আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।" 'মাতা কি মহিমা' ৯ এপ্রিল থেকে রাত ৮:৩০ মিনিটে দেখতে পাওয়া যাবে ইশারা চ্যানেলে।