Manoj Bajpayee with his mother.( File Photo. Photo Credit: Instagram)

বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীরা অনেক সময়ই ওটিটি প্ল্য়াটফর্ম নিয়ে নাক উঁচুভাব করেন। বড় পর্দায় সাফল্যটাই তারকাদের কাছে বড় হয়। ওটিটি-কে তারা সেভাবে হিসাবেই আনেন না। কিন্তু বলিউডের তারকা অভিনেতা মনোজ বাজপেয়ী একেবারে উল্টো কথা বললেন। অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান'-এর অভিনেতা বললেন, তাঁর কেরিয়ারে ওটিটি বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ওটিটি-র জন্যই তিনি ভারতীয় দর্শকদের কাছে তাঁর অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন বলে মনোজ বাজপেয়ী জানান। দ্য ফ্যামিলি ম্যান-এর শ্রীকান্ত তিওয়ারির চরিত্র অভিনয় করা এই তারকা অভিনেতা বলছেন, যারা সিনেমার জগতে সুযোগ পেতেহিমশিম খাচ্ছেন, তাদের জন্য ওটিটি অসাধারণ সুযোগ তৈরি করেছে।

ওটিটি-কে ধন্যবাদ জানালেন মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী OTT- প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই প্ল্যাটফর্ম কেবল অভিনয়কারীদের কাজে লাগছে না, বরং তাদের দক্ষতাকে তুলে ধরতে সাহায্য করছে। তার মতে, শিল্পজগতে ওটিটি সঠিক প্রতিভাকে মূল্যায়ন করে এবং সেই প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেখুন কী বললেন মনোজ বাজপেয়ী

মূলধারার সিনেমা নিয়ে কী বললেন তিনি

প্রতিভা নয় বক্স অফিসই শেষ কথা বলিউডে: মনোজ বাজপেয়ী

পাশাপাশি মনোজ বাজপেয়ী মূলধারা ভারতীয় সিনেমার সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলির পার্থক্যও তুলে ধরেছেন। মেনস্ট্রিম বা মূলধারার সিনেমা সাধারণত বক্স অফিসের পারফরম্যান্সকে একমাত্র গুরুত্ব দেয়, প্রতিভাকে নয়। বলিউডের এই তারকা বভিনেতা বলেছেন, অনেক সময় প্রতিভা পিছনে চলেযায়, এবং বক্স অফিসে সাফল্য অর্জনকারী অভিনেতারা প্রতিভা না থাকলেও সুযোগ পেয়ে যান। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে প্রতিভার গুরুত্ব অনেক বেশি। বাজপায়ীর ক্যারিয়ারও ওটিটির উত্থানের ফলে বড় ধরনের সুবিধা পেয়েছে। তিনি আরও আক্ষেপ করে বলেন, বক্স অফিস ভিত্তিক সিনেমা বেশিরভাগ সময়ই দক্ষ অভিনেতাদের অগ্রাহ্য করে। তাদের কাছে শুধুই মাপকাঠি হল বক্স অফিসের সাফল্য।"