মুম্বই, ১৯ অগাস্ট: শাহরুখ খানের (Shah Rukh Khan Fan) ভক্ত এবার সোজা মন্নতের (Mannat) দরজায়। ডেলিভারি এজেন্টের ভেক ধরে মন্নতে প্রবেশ করতে যান শুভম প্রজাপত নামে এক যুবক। জানা যায়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত শুভম প্রজাপত ডেলিভারি এজেন্ট হয়ে শাহরুখের মন্নতে প্রবেশ করতে যান। তবে তিনি ধরা পড়ে যান।
শুভম প্রজাপত নামের ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দুটি কোল্ড কফি অর্ডার করেন। তারপর কোল্ড কফি হাতে নিয়ে মন্নতে প্রবেশ করতে যান। তবে মন্নতে তিনি প্রবেশ করতে পারেননি। মন্নতের প্রথম গেটের নিরাপত্তা রক্ষীরা পিছনের গেট দিয়ে তাঁকে ঢুকতে বলেন।
দেখুন শুভম প্রজাপত কী বললেন...
View this post on Instagram
যা শুনে শুভম প্রজাপত পিছনের গেটে চলে যান। কিন্তু সেখান থেকেও তিনি ঢুকতে পারেননি। অগত্য়া মন্নতের সামনে দিয়েই শুভম প্রজাপতকে ফিরে যেতে হয়।
বর্তমানে মন্নতে কাজ চলছে। ফলে মন্নত ছেড়ে পালি হিলের পূজা কাসায় রয়েছেন শাহরুখ খান। শাহরুখের গোটা পরিবার আপাতত পূজা কাসাতেই রয়েছেন। আগামী ২ বছর পূজা কাসাতেই ঠিকানা শাহরুখের গোটা পরিবারের।