Mani Ratnam: হঠাৎ অসুস্থ মণি রত্নম, হাসপাতালে ভর্তি জনপ্রিয় পরিচালক
Mani Ratnam (Photo Credit: Wikipedia)

চেন্নাই, ১৯ জুলাই: করোনায় (Corona) আক্রান্ত বর্ষীয়ান পরিচালক মণি রত্নম Mani Ratnam)। কোভিড পজিটিভ রিপোর্ট আসতেই চিকিৎসার জন্য চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় মণি রত্নমকে। যদিও এই মুহূর্তে মণি রত্নম কেমন আছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কোনও তথ্য মেলেনি। মণি রত্নমের অভিনেত্রী স্তীরী সুহাসিনি মণি শিগগিরই এ বিষয়ে পরিচালকের অসংখ্য অনুরাগীদের জানাবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে 'পোন্নয়িন সেলভানের' শ্যুটিং করছেন মণি রত্নম। তাঁর এই ছবিতে দেখা যাচ্ছে ঐশ্বর্য রাই বচ্চনকে।

'পোন্নয়িন সেলভানের' পোস্টার মুক্তি পায় সম্প্রতি। যা নিয়ে দর্শকের উচ্চাশা বাড়তে শুরু করে। 'পোন্নয়িন সেলভানের' প্রমোশনের কাজও শুরু করেন মণি। 'পোন্নয়িন সেলভানের' পোস্টার মুক্তির পর প্রমোশনের কাজের জন্য ছোটাছুটি করার সময়ই কোনওভাবে পরিচালক করোনার গ্রাসে পড়েন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  Kerala: 'অন্তর্বাস খুলে প্রবেশ করতে হবে পরীক্ষার হলে', কেরলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর

বর্তমানে পরিচালক কেমন আছেন, শিগগিরই হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানানো হবে।