মুম্বই, ১৫ অক্টোবর: প্রয়াত পঙ্কজ ধীর (Pankaj Dheer Dies)। ৬৮ বছরে প্রয়াত হলেন পঙ্কজ ধীর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হলেন মহাভারতের (Mahabharat) কর্ণ। পঙ্কজ ধীরের বন্ধু অমিত ভেল ১৫ অক্টোবর অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ করেন।
রিপোর্টে প্রকাশ, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ ধীর। কয়েক মাস আগে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে ভর্তির পর পঙ্কজ ধীরের অস্ত্রোপচার হয়। তবে শেষরক্ষা হল না। অস্ত্রোপচারের পর অবশেষে ১৫ অক্টোবর পঙ্কজ ধীরের মৃত্যুর খবর আসে।
বি আর চোপড়ার মহাভারতে যাঁরা অভিনয় করেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কর্ণ। এবার সেই পর্দার কর্ণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।