ঢাকা: জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী (Rabindra Sangeet Singer) সাদি মহম্মদ (Sadi Mohammad) আজ ঢাকায় তাঁর বাড়িতে মারা গেলেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে সাদি মহম্মদের আত্মপ্রকাশ ঘটে। ২০১৫ সালে বাংলা অ্যাকাডেমি তাঁকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে। জানা গিয়েছে গত বছর জুলাই মাসে সাদি মহম্মদের মা বার্ধক্যজনিত কারণে মারা যান, তারপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
আরও পড়ুন: Aamir Khan: কুন্নুরে গিয়ে নতুন জীবন শুরু করতে চান আমির খান, কী বললেন অভিনেতা!
সাদি মহম্মদের পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যার পর হঠাৎ তার ঘরের দরজা বন্ধ দেখা যায়। অনেকক্ষণ পর্যন্ত তাঁকে ডাকাডাকি করে দরজা না খলায় দরজা ভেঙে ফেলা হয়, ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
দেখুন
#Bangladesh: Legendary Rabindra Sangeet singer Sadi Mohammad passes away in Dhaka. pic.twitter.com/I7vtCcbYEX
— All India Radio News (@airnewsalerts) March 14, 2024