Archana Gautam On Labubu Dolls (Photo Credit: X/Instagram)

Labubu Dolls: গোটা বিশ্ব জুড়ে ট্রেন্ডিং চলছে লাবুবু ডলসের অর্থাৎ লাবুবু (Labubu Dolls) নামের একটি পুতুলের। সাধারণ মানুষ থেকে তারকা, লাবুবুর প্রেমে পড়ছেন বহু মানুষ। ফলে গোটা বিশ্ব জুড়ে লাবুবু পুতুল নিয়ে মাতামাতি শুরু হয়েছে। ঊর্বশী রাউতেলা থেকে খুশি কাপুর, লাবুবু নিয়ে মাতামাতি করছেন বলিউডের একাধিক তারকাও। ঊর্বশী রাউতেলাকে তো দেখা যায়, উম্বলডন দেখতে গিয়ে তাঁর ব্যাগে লাগানো হয়েছে বেশ কয়েকটি লাবুবু পুতুল। কিন্তু এই লাবুবু পুতুল কি আদৌও ভাল? লাবুবু নিয়ে নানাজনের নানা মত রয়েছে। তবে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা অভিনেত্রী অর্চনা গৌতম (Archana Gautam) লাবুবু নিয়ে যা বললেন, তা শুনে অবাক হয়ে যাবেন অনেকেই।

লাবুবু পুতুল নিয়ে কী বললেন অর্চনা গৌতম?

অর্চনা গৌতম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে অর্চনা গৌতমের সঙ্গে পূজাল নামে আরও এক তরুণীকে গল্প করতে দেখা যায়। পূজাল জানান, তাঁর বন্ধু লাবুবু পুতুল কিনেছিলেন। লাবুবু ঘরে আনার পরপরই তাঁর বিয়ে ভেঙে যায়। শুধু তাই নয়, যেদিন ওই তরুণী লাবুবু পুতুল ঘরে আনেন, তার পরদিনই তাঁর বাবার মৃত্যু হয়।

পূজালের মুথে ওই কথা শুনে ভয় পেয়ে যান অর্চনা গৌতম। শুধু তাই নয়, কেউ যাতে লাবুবু না কেনেন,সে বিষয়েও সতর্কতা প্রকাশ করতে দেখা যায় অর্চনা গৌতমকে। প্রসঙ্গত অর্চনা গৌতমের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে তাঁর বন্ধুর মুখে লাবুবু পুতুলের অভিজ্ঞতা শুনে নিতে পারেন।

লাুবুবু পুতুল নিয়ে কী শোনা যাচ্ছে?

লাবুবু পুতুল সম্পর্কে শোনা যায়, এটি মোসোপটেমিয়া সভ্যতার সঙ্গে জড়িত একটি রাক্ষস পুতুলের প্রতিরূপ। বড় বড় সংস্থা এই লাবুবু পুতুল বিক্রি করছে। দামও আকাশছোঁয়া। ডিজ়াইনাররাও লাবুবু পুতুল তৈরি করছেন। অর্থাৎ গোটা দুনিয়া জুড়ে কার্যত মানুষকে পাগল তুলছে এই লাবুবু পুতুল। এই লাবুবু পুতুলকে যদি কাছে গিয়ে দেখেন, তাহলে চোখে পড়বে, ওর মুখে এক ধরনের রাক্ষসের হাসি রয়েছে।

কোন কোন তারকার কাছে রয়েছে লাবুবু পুতুল?

রিহানা থেকে দুয়া লিপা, কিম কারদাশিয়ানদের মত বড় বড় মডেল, তারকারা নিজেদের সঙ্গে লাবুবু পুতুল নিয়ে ঘুরছেন। অন্যদিকে অনন্যা পান্ডে, টুইঙ্কেল খান্না, শর্বরীদের মত অভিনেত্রীদেরও দেখা যাচ্ছে লাবুবু পুতুল সঙ্গে নিয়ে ঘুরতে। ফলে লাবুবু পুতুল নিয়ে কার্যত উন্মত্ত হয়ে পড়েছেন মানুষজন। আর এই লাবুবু পুতুল নিয়েই এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে, একের পর এক ভয় ধরানো ঘটনা।