Sonakshi Sinha On Katrina Kaif (Photo Credit: Instagram)

মুম্বই, ৩১ অক্টোবর: এবার তেলেবেগুনে জ্বলে উঠলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে যায়। ক্যাটরিনা কাইফ নিজের বাড়ির ব্যালকনিতে যখন দাঁড়িয়ে ছিলেন, সেই সময় তাঁর ছবি প্রকাশ্যে আসে। একটি অনলাইন পোর্টালের মাধ্যমে তা সামনে আসে। যা দেখে ফুঁসে ওঠেন সোনাক্ষী সিনহা।

যে অনলাইন পোর্টালের পাতায় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা ছবি ভেসে ওঠে, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সোনাক্ষী সিনহা। অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফের ছবি প্রকাশ করে, নায়িকার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন সোনাক্ষী। ক্যাটরিনার ব্যক্তিগত পরিসরে পাপারাৎজ়ি যেভাবে হস্তক্ষেপ করেছে, তা যে সোনাক্ষীর একেবারেই না-পসন্দ, তা তিনি স্পষ্ট করে দেন।  শুধু তাই নয়, যাঁরা ছবি প্রকাশ করেছেন,তাঁরা 'ক্রিমিনাল' বলে কটাক্ষ করেন সোনাক্ষী।

বিষয়টি আদতে কী 

শুক্রবার সকালে একটি সংবাদমাধ্যমের তরফে ক্যাটরিনা কাইফের ছবি প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, ক্যাটরিনা নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু করছেন। ক্যাটরিনার সেই ছবি নিয়ে তুমুল চর্চা শুরু হলে, তা নিয়ে ফুঁসে ওঠেন সোনাক্ষী সিনহা।

সম্প্রতি ক্যাটরিনা কাইফ এবং  ভিকি কৌশল (Vicky Kaushal) সুখবর জানান। তাঁদের পরিবার এবার ২ থেকে ৩ হচ্ছে বলে খবর প্রকাশ করেন তারকা দম্পতি। একটি ছবি প্রকাশ করে, অনুরাগীদের সুখবর দেন ভিকি, ক্যাটরনিা।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ সুখবর প্রকাশ করলেও, তাঁরা দ্বিতীয় কোনও ছবি আর প্রকাশ করেননি। এরপরই ক্যাটরিনা বাড়ি থেকে তাঁর ছবি সামনে আসতেই, তা নিয়ে জোরাল কটাক্ষ করেন সোনাক্ষী সিনহা।